আমিরের অদ্ভুত চাহনিতে অস্বস্তি হচ্ছিলেন অলকা, রেগে গিয়ে ষ্টুডিও থেকে বের করে দেন আমির খানকে
বলিউডের জনপ্রিয় খানের মধ্যে অন্যতম একজন হলেন আমির খান। বলিউডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। বলিউডে তিনি ‘হোলি’ (১৯৮৪) ছবির মাধ্যমে প্রবেশ করেন। কিন্তু বাণিজ্যিক ভাবে তিনি সফলতা লাভ করেন চাচাতো ভাই মনসুর খানের ‘কেয়ামত সে কেয়ামত তক’ (১৯৮৮) ছবির মাধ্যমে। বলিউডে তখন কেবল তিনি ক্যারিয়ার শুরু করেছেন দেখতে শুনতে বেশ চমৎকার। নাহ, তখনও তিনি মিস্টার পারফেক্ট হয়ে ওঠেননি। অবশ্য এই ছবির জন্য আমির খান ফিল্মফেয়ার পুরস্কার পান।
আমির খানেরও ক্যারিয়ারের শুরুর দিক। তখনকার উঠতি গায়ক অলকা ইয়াগনিক নিজের ক্যারিয়ার জাস্ট শুরু করেছেন। সালটা ১৯৮৮ বি টাউনে তিনিও পা রাখেন সঙ্গীত নিয়ে। তখন তিনি প্লে ব্যাক গাইতেন। ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় প্রথম গান করেন জায়িয অলকা ইয়াগনিক।
অলকার গানের রেকর্ডিং চলছিল। এই সিনেমারই গান। অলকা গান গাইছেন আর আমির খান কাঁচের ওপারে বসে শুনছেন আর মাঝে মধ্যে অলকার দিকে তাকাচ্ছিলেন আর যা অলকা একদমই পছন্দ করছিলেন না। গান গাইতে মনোসংযোগ করতে পারছিলেন না। খুব অস্বস্তি লাগছিলো। ঠিক এই মুহূর্তে চোটে গিয়ে যা করলেন অলকা।
রেগে গিয়ে বিরক্ত হয়ে অলকা আমির খানকে ষ্টুডিও থেকে বের করে দেন। তখন আমির কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু সত্যি কথা বলতে অলকা তখন আমির খানকে চিনতেন না। এরপর পরিচালক নাসির আসেন এবং আমির খানকে ভিতরে প্রবেশ করান। তারপর অলকা সবটা বুঝতে পেরে লজ্জিত বোধ করেন।