ফের নেটের পোশাকে উষ্ণ আবেদনে পায়েল, মুহূর্তে ভাইরাল ছবি
পায়েল সরকার টলিউডে বহু সিনেমা করছেন। তিনি প্রথম ‘আই লাভ ইউ’ সিনেমা করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর এক পর এক ছবিতে তিনি অভিনয় করেন। বর্তমানে পায়েল অর্কর মানেই এক সাহসী ছবি। কিন্তু তাঁর জেল্লা দেখে অভিনেত্রীর বয়স কত বলতে পারবেন না। তিনি যে পোশাকই পড়েন না কেন সেই পোশাক তাকে বেশ ভালো মানায়।
পায়েল সরকার বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে পায়েল সরকার। যদিও তিনি ৩৬ বছর বয়সেও অবিবাহিতই আছেন। দর্শকরা প্রেম আমার ছবিতে পায়েল সরকারকে যেন চিনতেই পারছিলেন না। কিন্তু আগের পায়েল সরকারের থেকে বর্তমানের পায়েল সরকারের অনেকটা তফাৎ রয়েছে। বর্তমানের পায়েল সরকার মানেই এক সাহসী ছবি।
সম্প্রতি পায়েল সরকার তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে পায়েলকে দেখা গিয়েছে, কালো মনোকিনিরড় সঙ্গে পাতলা নেটের পোশাকে। আর সেই পোশাকে যৌবন আরও ঝলসে পড়ছিলো। তবে পায়েল সরকারের এই ছবিটি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেননি।