বিনোদন

“রক্তখেকো রাক্ষসী”র পর এবার মুখ্যমন্ত্রী মমতাকে “মাফিয়া” বলে কটাক্ষ করলেন কঙ্গনা রানাওয়াত!

বরাবর স্পষ্টভাষী কঙ্গনা। নানা সময় নানা বিতর্ক নিয়ে উঠে আসেন খবরের শিরোনামে। তৃণমূল এবার বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের আসছে ক্ষমতায়।তবে জয়ের পর কঙ্গনা নিজেই মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন। যদিও তিনি মন থেকে মানতে পারেননি। তবে শুরুর থেকেই কঙ্গনা মোদির সমার্থক বলেই পরিচিত। কঙ্গনা নিজে রাজনৈতিক নানান বিষয়ে নিজের মাথা ঘামাতে চাইছেন।

সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কংগ্রেস সভানেত্রী সানিয়া গান্ধীর সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন।সেখানে জোট সংক্রান্ত আলোচনায় মমতা সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। বাংলার অগ্নিকন‍্যা মমতা বাংলার জন্য কাজ করতে চান। এই বৈঠকের পর তিনি গীতিকার জাভেদ আখতার ও তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি -র সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠককে ঘিরেই কঙ্গনা অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করে বলেন ‘মাফিয়াদের বৈঠক’ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ভোট পরবর্তী সময়ে কঙ্গনা মমতা ব্যানার্জীর নানা কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বক্তব্য পেশ করতে থাকেন। তিনি গর্জে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ইনস্টাগ্রামে গর্জে ওঠেন। তখন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন তাঁর বিরুদ্ধে করা এফ আই আরের কপি। এই ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন – “রক্তখেকো রাক্ষসী মমতা, তিনি তাঁর শক্তি দিয়ে আমায় চুপ করাতে চাইছেন”। কঙ্গনা বলেছিলেন, বাংলাদেশীরা এবং রোহিঙ্গা মুসলমানরা মমতার সবচেয়ে বড় শক্তি। এইসব বিষয় নিয়ে নানাভাবে সমালোচিত হয়েছিলেন কঙ্গনা।

কঙ্গনা বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলো কঙ্গনা রানাওয়াত অভিনীত সিনেমা ‘থালাইভি’র ট্রেইলার।সিনেমার ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই তার অভিনয়ের প্রশংসা করছে অনেকেই। ট্রেইলার দেখার পর অনেক সিনেপ্রেমীরা আগ্রহ প্রকাশ করেছে সিনেমাটি দেখার জন্য।প্রসঙ্গত, সিনেমাটি নির্মাণ করা হয়েছে তামিল নাড়ু রাজ্যের ছয় বারের মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয় ললিতার জীবনী নিয়ে। তামিল নাড়ুতে জয় ললিতা পরিচিত ছিলেন ‘আম্মা’ হিসেবে।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’-র উপর কঙ্গনার বেফাঁস মন্তব্যের প্রভাব পড়তে পারে। কারণ ‘থালাইভি’ বাংলা সহ সারা দেশে মুক্তি পাবে। তবে এই ফিল্মটির ব্যাবসায়িক সাফল্য নিয়ে বেশ চিন্তিত রয়েছেন কর্তৃপক্ষ।

Back to top button