বিয়ের প্রস্তাবে ফেরানোয় ছুরির আঘাতে ‘মৃত্যু মুখে’ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী
প্রেমে প্রত্যাখ্যান অথবা বিয়ে তে না শুনে প্রেমিক -প্রেমিকাদের বিভিন্ন নজিরবিহীন ঘটনা আমাদের চারপাশে অনেক সময় ঘটে যায়। অনেকেই প্রেমিক -প্রেমিকার কাছে না শুনে করে ফেলে বিভিন্ন নৃশংস ঘটনা। আর সেই ঘটনায় তোলপাড় হয় গোটা এলাকা সহ পুরো দেশ। তবে এবার আর সেই ঘটনা কোনো সাধারণ মানুষের জীবনে নয় ঘটে গেলো এক সেলেব্রিটির জীবনেও।
সম্প্রতি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে দক্ষিণ ভারতের অভিনেত্রী মালভি মালহোত্রাকে ছুরিকাঘাত করলেন তার এক বন্ধু। এইমুহূর্তে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই জনপ্রিয় অভিনেত্রী। ঘটনাটি ঘটে সোমবার মুম্বাইয়ের ভারসোভায়। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ইতিমধ্যে অভিযুক্তের বিরুধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন মালভি মালহোত্রা। তিনি জানিয়েছেন অভিযুক্ত ওই যুবকের নাম যোগেশকুমার মহিপাল সিংহ। তার সাথে তার পরিচয় হয় ২০১৯ সালে। পরিচয়ের কিছুদিন পরেই তাকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত ওই যুবক। এমনকি তার সাথে বিয়ে করার জন্য জোর করতে থাকে ওই যুবক। একাধিক বার প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার হঠাৎ করেই ওই যুবক আক্রমণ করে বসে মালভি কে।
অতর্কিতে চুরির আক্রমণে গুরুতর ভাবে আহত হয়ে যান দক্ষিণের ওই জনপ্রিয় অভিনেত্রী। স্থানীয়রা সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা এখন গুরুতর।