হুবহু ”মাইকেল জ্যাকসন” এর মতো নেচে স্টেজ এ ঝড় উঠালেন তিন বছরের ছোট্ট শিশু । ভাইরাল ভিডিও !
![](https://www.bharatnews24x7.com/wp-content/uploads/2021/03/maikel-jakson-780x470.jpg)
আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে। তাদের প্রত্যেকের কিছু না কিছু গুন্ আছে। কিন্তু কথায় আছে কিছু মানুষের গুন্ নাকি ঈশ্বর প্রদত্ত হয়। আর আমাদের চারপাশে এমন মানুষের কিন্তু অভাব নেই। আর এইসব গুন্ গুলি আমাদের সামনে প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের ওপর এতটাই পড়েছে যে আট থেকে আশি প্রত্যেকেই আমরা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। আর আর মাধ্যমে আমরা নিজেদেরকে আনন্দিতও রাখতে পারছি। আর সোশ্যাল মিডিয়ার দরুন রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে কত ভিডিও ,ছবি । তেমনি সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিও টি টেলিভিশনের জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ডান্স দিওয়ানের। ভিডিও তে দেখা যাচ্ছে তিন বছরের এক ছোট্ট শিশুকে। ভিডিও তে মাইকেল জ্যাকসন এর পোশাকে মাইকেল জ্যাকসন এর মতো করে নাচছেসেই ছোট্ট শিশু। তার ডান্স দেখে চক্ষু স্থির করে নিয়েছে জৰ্জ প্যানেলে বসে থাকা জৰ্জর।
সত্যি অবাক লাগছে, যে বয়সে মানুষ ঠিক করে হাটতে পারেনা ,সেই বয়সেই মাইকেল জ্যাকসন এর পোশাক পরে তার মতন হুবহু নেচে নেট দুনিয়ায় সকলের মন জয় করে নিয়েছে এই ছোট্ট তিন বছরের শিশু। সেই শিশুর তারিফে পঞ্চমুখ শো এর বিচারক তথা বলিউড এর একমাত্র ডান্সার মাধুরী দিক্সিত।
নেটদুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সেই শিশুর ভিডিও টি। এখনো পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ ভিডিও টি দেখে ফেলেছে। বইছে প্রশংসার ঝড় এই ছোট্ট শিশুর অসামান্য প্রতিভার।