নিজের হাতে তবলা বাজিয়ে গান গাইছে ছোট্ট খুদে, মুহূর্তে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায়র দ্বারা বহু প্রতিভাবন্ যুবক-যুবতী তাঁরা নিজেদের প্রতিভা নিয়ে হাজির হচ্ছেন। আর এই যুবক-যুবতীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড়সড় জায়গায় সুযোগ পাচ্ছে। খুব কম সময়ে মানুষের মাঝে নিজের প্রতিভা তুলে ধরা একসময়ে খুবই কঠিন ছিল, কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা অনেক সহজ হয়ে উঠেছে। আর তাইতো বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বহু তারকাদের পরিচিত হয়ে থাকি। তাই আর নতুন নতুন বিনোদনের জন্য আর কোনও কিছু ভাবতে হয়না।
সম্প্রতি সেভাবেই আরও এক খুদে তারকার সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। সম্প্রতি ওই খুদে তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই খুদে তারকা নিজে হাতে তবলা বাজিয়ে গান নিজেই গান করছেন। সেই গানটি ওই খুদে তারকা নামতা পড়ার ছলে গানের তালে তবলা বাজিয়ে সুর মিলিয়েছেন।যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সেই খুদে তারকার নাম হলো স্বর্ণাভো। তাঁর বয়স জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাঁর বয়স হলো মাত্র ৬ বছর। এই ৬ বছর বয়সে অনবদ্যভাবে গান ও তবলা বাজিয়ে সকলকে মুগ্ধ করে গিয়েছেন এই খুদে তারকা। তাঁর অনবদ্যভাবে তবলা বাজানো মনে হয় যেকোনও শিল্পীদের হার মানিয়ে দিতে পারেন।