বিনোদন

কাঁধে মাথা রেখে ঠোঁটের আলতো স্পর্শ, ঘনিষ্ঠ আলিঙ্গনে ভালোবাসায় মজলেন নীল-তৃণা, মুহূর্তে ভাইরাল ভিডিও

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্য। যিনি নিখিল নামেই সকলের কাছে বেশি পরিচিত। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনেত্রী তিয়াসা রায় অর্থাৎ শ্যামার স্বামী হয়ে অভিনয় করতে দেখা গিয়েছে নীলকে।শ্যামা-নিখিল জুটি বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। তবে সেটা পর্দায় হলেও বাস্তবে শ্যামা আর নিখিল নয়। বাস্তবে নীল অর্থাৎ নিখিল অভিনেত্রী তৃনা সাহার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

আর একথা নীল ভক্তদের নিশ্চই জানা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় নীল-তৃনাকে। যা অল্প সময়ের মধ্যে নজর কাড়ে ভক্ত-নেটিজেনদের। নিমিষেই ভাইরাল হয়ে যায় সেই সব ছবি ভিডিও।সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 

View this post on Instagram

 

Let’s go back @neel_bhattacharya ❤️ . . #igdurgapujo #durgapujo2020 #amarpujoreel #feelkorboreelkorbo #love #blessed

A post shared by Trina Saha (@trinasaha21) on

দূর্গা পুজোয় আনন্দ করার পর বিজয়া দশমীতে হাই রাইজ বিল্ডিংয়ের টপ ফ্লোরে ফের আনন্দে মেতে উঠেছে নীল-তৃনা । লজ্জায় খানিকটা লাল হলেও একান্ত মুহূর্ত বেশ ভালোভাবেই উপভোগ করছেন এই জুটি। কাঁধে মাথা দিয়ে ঘনিষ্ঠ আলিঙ্গনে হালকা চুলের স্পর্শ তারপর আলতো ঠোঁটে স্পর্শ বেশ রোম্যান্সে মেতে উঠেছেন এই জুটি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় ।

 

View this post on Instagram

 

That’s my post Pujo mood 🧚🏻‍♀️ . . #igdurgapujo #durgapujo2020 #amarpujoreel #reelyphataphatipujo ❤️

A post shared by Trina Saha (@trinasaha21) on

Back to top button