বিনোদন

‘৮৩’কে পেছনে ফেলল পুষ্পার হিন্দি সংস্করণ

করোনা সংক্রমণ কমতে থাকতে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করছে ভারত সরকার। তাই ভিড় বাড়ছে প্রেক্ষাগৃহেও। বলিউডে ছবির শুটিংও নতুন করে শুরু হয়েছে পুরোদমে।

সাম্প্রতিক হিসেব বলছে, বক্স অফিসে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রণবীর সিংয়ের ‘৮৩’ এবং আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। এরই মধ্যে হিন্দি সংস্করণে ‘পুষ্পা: দ্য রাইজ’ টপকে গেল কপিল দেবের জীবনী নিয়ে তৈরি কবীর খানের ‘৮৩’-এর বক্স অফিসের রেকর্ড।

২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিংয়েরের ‘৮৩’। মুক্তির পরই ছবিটির জনপ্রিয়তা তুঙ্গে। অন্যদিকে, অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় তারই এক সপ্তাহ আগে, ১৭ ডিসেম্বর। ছবিতে অল্লু চন্দনকাঠ পাচারকারীর ভূমিকায় অভিনয় করেন। শুরু থেকেই বাণিজ্যের অংকে ‘৮৩’-কে টেক্কা দিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর প্রথম সপ্তাহেই ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল আল্লুর ছবি। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়— মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’।

এবার ‘পুষ্পা’র শুধু হিন্দি সংস্করণই টেক্কা দিল ‘৮৩’-কে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হিন্দিতে অল্লু অর্জুনের ছবিটি এখনও পর্যন্ত মোট ১০৬ কোটির ব্যবসা করেছে। যেখানে ‘৮৩’ বক্স অফিস থেকে সংগ্রহ করেছে মোট ১০৩ কোটি টাকা। সব মিলিয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যবসা ছাড়িয়েছে ৩০০ কোটির অংক!

Back to top button