Boliwood: একদিনে আয় ১৫ কোটি, ‘৮৩’-র সফর শুরু হলো ভালোভাবেই
অবশেষে বলিউডের বহুল প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ‘৮৩’ মুক্তি পেয়েছে। প্রথম দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করেছে সিনেমাটি।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, গতকাল শুক্রবার ভারতে তিন হাজার ৭৪১টি পর্দায় মুক্তি পায় সিনেমাটি। প্রতিদিন ১১ হাজারের বেশি শো চলবে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, রণবীর সিং অভিনীত ‘৮৩’ (হিন্দি) মুক্তির দিন ১৫.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। এ ছবিতে তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনও রয়েছেন। কপিলের স্ত্রীর ভূমিকায় রয়েছেন দীপিকা।
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি অবলম্বনে সিনেমাটি নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান।
#Xclusiv… #83TheFilm screen count…
#Hindi: 3374 screens / 1727 cinemas / 11011 shows per day
#Telugu: 137 screens
#Tamil: 184 screens
#Malayalam: 13 screens
#Kannada: 33 screens#India screen count total: 3741 screens pic.twitter.com/tDF5enbW8p— taran adarsh (@taran_adarsh) December 24, 2021