ধর্ম আলাদা যশ ও নুসরাতের, তাহলে সন্তানের ধর্ম কী হবে?
বহুদিন ধরে একসঙ্গে থাকছেন টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। আপাতত তাদের এই সম্পর্ককে ‘লিভ টুগেদার’ বলতে হবে। কারণ এখনও তারা বিয়ের কথা স্বীকার করেননি। তবে পুত্রসন্তান ঈশানের মা-বাবা হিসেবে নিজেদের ঠিকই পরিচয় করিয়েছেন। নুসরাত নিজেই জানিয়েছেন যে, তার সন্তানের বাবা যশ দাশগুপ্ত।
তবে তারা বিয়ে করেছেন কী করেননি- এই আলোচনা পুরনো হয়ে গেছে। নতুন আলোচনা হলো, নুসরাতের জন্ম মুসলিম পরিবারে এবং যশ দাশগুপ্ত হিন্দু ধর্মের অনুসারী- তাহলে তাদের সন্তান ঈশানের ধর্ম কী হবে? সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখেই পড়তে হয় সাংসদ অভিনেত্রী নুসরাতকে।
জবাবে নায়িকা বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু। আমাদের সন্তান ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক হবে।’ অর্থাৎ, তার ছেলে দুই ধর্মকেই চিনবে বলে জানান টলিউড নায়িকা। বলেন, যেভাবে তাদের বাড়িতে কালীপূজা, দুর্গাপূজার মতোই ঈদ এবং বড়দিন পালন করা হয়। সে ভাবেই ঈশানের সামনে ধর্ম নিরপেক্ষতার উদাহরণ তুলে ধরবেন তারা।
যদিও এখনও পর্যন্ত ছেলে ঈশানের কোনো ছবি প্রকাশ করতে দেননি নুসরাত জাহান। তবে ছেলেকে নিয়ে কথা বলতে তার আর কোনো আপত্তি তো নেই-ই বরং তাকে নিয়ে গল্প করতে ভালোবাসেন অভিনেত্রী। তাই বারবার নানা কথায় চলে আসে ছেলে ঈশানের প্রসঙ্গ।
সন্তানের ধর্মের পাশাপাশি এদিনের সাক্ষাৎকারে যশের সঙ্গে বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় নুসরাতকে। জানতে চাওয়া হয়, তারা কবে বিয়ে করবেন। এ প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আবার বিয়ে করার প্রয়োজন নেই আমাদের’। তবে কি ইতোমধ্যে বিযেটা করে ফেলেছেন তারকা জুটি? নুসরাতের ওই উত্তরের পর এমন প্রশ্নই জেগেছে তার অনুরাগীদের মনে।
গত বছরের জানুয়ারির শুরুর দিকে যশকে নিয়ে রাজস্থানের আজমীর শরীফে গিয়েছিলেন নুসরাত। তার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে অনেকটা বর-বউয়ের সাজে ধরা দিয়েছিলেন যশ-নুসরাত। তখনই গুঞ্জন উঠেছিল, বিয়ে করে আজমীর শরীফে আশীর্বাদ চাইতে গিয়েছিলেন তারকা জুটি। যদিও সে সময় এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি তারা।
২০২০ সালের শেষ দিক থেকে দ্বিতীয় স্বামী ব্যবসায়ী নিখিল জৈনর থেকে আলাদা থাকতে শুরু করেন নুসরাত জাহান। লিভ ইন শুরু করেন যশ দাশগুপ্তের সঙ্গে। এরপর গত বছরের ৩ জুন নুসরাত তার ইনস্টাগ্রামে জানান, তিনি মা হতে চলেছেন। খবরটি প্রকাশ হতেই নিখিল জানিয়ে দেন, এ সন্তানের বাবা তিনি নিন। এর পরই নজর ঘুরে যায় যশ দাশগুপ্তের দিকে। তাকেই সন্তানের বাবা হিসেবে ধরে নেওয়া হয়।
এসব গুঞ্জনের মাস দুয়েক পরেই আসে সেই শুভক্ষণ। গত ২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত জাহান। নায়িকার এই মা হওয়ার যাত্রায় সর্বক্ষণ তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নানাভাবে তার দেখভাল করা, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, একসঙ্গে লাঞ্চ, ডিনার- সবই করেছেন যশ। এমনকি নুসরাতকে কলকাতার ওই হাসপাতালে ভর্তিও করান তিনি।
সন্তান জন্মের পর সোশ্যাল মিডিয়ায় নানাভাবে নায়িকা ইঙ্গিত দিতে থাকেন যে, তার সন্তানের বাবা যশ। এরপর একটি সাক্ষাৎকারে হাজির হয়ে নিজের মুখে কবুল করেন, ঈশানের জন্মদাতা তার পার্টনার যশই। যদিও তাকে বিয়ের কথা এখনও সরাসরি স্বীকার করেননি অভিনেত্রী। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে দিলেন ইঙ্গিত। বাকিটা হয়তো বুঝে নিতে বললেন তৃণমূল সাংসদ।