বিনোদন
৫ কোটি টাকা দিয়ে ফ্লাট কিনলেন অক্ষয়, কিন্তু ফ্ল্যাটে নেই এই বিশেষ সুবিধা
বলিউড তারকাদের মধ্যে যেসব তারকারা নিজের প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে অন্যতম এক তারকা হলেন অক্ষয় কুমার।বলিউডে পা রাখার পর দীর্ঘ প্রচেষ্টার পথ পেরিয়ে আজ তিনি সুপারস্টার। বলিউডে তিনি পরিচিত খুলারি কুমার হিসেবে।
বলিউডের এই খিলাড়ি কুমার আবার উঠে এলেন খবরে। সম্প্রতি অক্ষয় কুমার ভারতের ভ্রমণ রাজ্য গোয়াতে একটি ভিলা কিনেছেন যার দাম ৫ কোটি টাকা।গোয়ার হোয়াইট স্যান্ড বিচে অবস্থিত এই নতুন ভিলা।
তাঁর এই নতুন বাসস্থান সম্পর্কে অক্ষয় বলেন ‘ গোয়া যেতে আমি খুব পছন্দ করি। গোটা দেশের মধ্যে এটাই একমাত্র জায়গা। যেখানে আমি কোনও কিছু চিন্তা না করেই ঘুরতে পারি।আর যেখানে ভিলা কিনেছি সেখানে ফোনের নেটওয়ার্ক থাকেনা।ভালোই হয়েছে।সমুদ্র সৈকত খুব পরিষ্কার এখানে।’