৫১ টাকা থেকে ৪৫০ কোটি টাকার যাত্রা, কিভাবে নিজেকে এই জায়গায় দাঁড় করালেন ধর্মেন্দ্র?
ছেলেটার লেখাপড়ায় মন ছিল না, সারাদিন মাতোয়ারা দিলীপ কুমারের অভিনয় দেখে। ছেলেটা হতে চায় বিরাট তারকা। বাবা, স্কুলের শিক্ষক, অমত ছিলেন, কিন্তু মা চেয়েছিলেন ছেলে অভিনেতা হোক। মায়ের সাহায্যেই ছেলেটা সাহস জোগায় এবং ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করে। জিতেও যায় পুরস্কার। মায়ের অনুমতি নিয়ে ছেলেটা পা রাখে মুম্বইতে।
৫১ টাকায় শুরু, ৪৫০ কোটি টাকার সম্পত্তির মালিক
ছেলেটা আর কেউ নন, ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। জানেন সেই ছবিতে ধর্মেন্দ্রর পারিশ্রমিক ছিল কত? মাত্র ৫১ টাকা!
এক রিয়েলিটি শোতে ধর্মেন্দ্র জানিয়েছিলেন, শুটিংয়ের তিন প্রযোজক ছিলেন। তিনটে কেবিনে বসে তাঁরা ধর্মেন্দ্রকে মাঝের কেবিনে বসতে দেন। প্রত্যেক প্রযোজক এসে তাঁর পকেটে ১৭ টাকা গুঁজে দিয়েছিলেন।
ধীরে ধীরে বলিউডে সুযোগ আসতে শুরু করে ধর্মেন্দ্রর। তিনি হয়ে ওঠেন বলিউডের ‘হি-ম্যান’। তৈরি করেন তাঁর সাম্রাজ্য।
সেই ছেলেটা, যাঁর হাতে ৫১ টাকা ছিল পারিশ্রমিক, তাঁর বর্তমান সম্পত্তির মূল্য ৪৫০ কোটি টাকা। টাকার গদির উপর বসে আছেন ধর্মেন্দ্র।
পরিবারের অনেকেই অভিনয় জগতে
ধর্মেন্দ্র কেবল নিজেই সফল নন, তাঁর পরিবারের আরও অনেকেই অভিনয় জগতের সাথে যুক্ত। ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল এবং ববি দেওল অভিনেতা। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী বলিউডের সু-অভিনেত্রী এবং ‘ড্রিম গার্ল’। হেমা ধর্মেন্দ্র জেষ্ঠ্য কন্যা এষাও অভিনেত্রী।