৩ দিনে ৯০ কোটি! শনিবার কত আয় করলো হৃত্বিক-দীপিকার ‘Fighter’?
দেশপ্রেমের সিনেমা সবসময়ই দর্শকদের কাছে জনপ্রিয়। বিশেষ করে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ দিনে মুক্তি পেলে তো কথাই নেই। ২০২৪ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের একদিন আগে মুক্তি পেয়েছে হৃতিক রোশনের সিনেমা ফাইটার। ছবিটিতে হৃতিকের সাথে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
ফাইটারের মুক্তির প্রথম দিনেই আয় হয় ২২.৫ কোটি টাকা। দ্বিতীয় দিনেই আয় বেড়ে দাঁড়ায় ৩৯.৫ কোটি টাকা। তৃতীয় দিনের আয় আনুমানিক ২৮ কোটি টাকা। এভাবে তিনদিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৯০ কোটি টাকা। মুক্তির পরের ৪ দিন মিলিয়ে ১২০ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ফাইটারের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। ছবিতে পুলওয়ামায় হওয়া সেনকনভয়ে জঙ্গি হামলা এবং সেই হামলার পর ভারতের তরফে পাকিস্তানের বালাকোট প্রেদেশে আশ্রিত জঙ্গিশিবির ধ্বংস করতে ভারতের এয়ার স্ট্রাইক উঠে এসেছে। এছাড়াও ছবিতে হৃতিকের মুখে গা গরম করার মতো কিছু ডায়লগও আছে।
ফাইটারের বিতর্কিত বিষয়বস্তু নিয়ে বিদেশের বড় একটা অংশে সিনেমা নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানের বহু তারকা ফাইটারের বিরুদ্ধাচারণ করেছেন প্রকাশ্যে। এমনকী, দেশের মধ্যে অনেকেই এটিকে ‘বিজেপির ভোট নীতি’র অংশ হিসেবে দাগিয়েছেন।
ফাইটারের সাফল্য ইঙ্গিত দেয় যে, দেশপ্রেমের সিনেমা এখনও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও ছবির পরিচালনা, অভিনয় এবং অ্যাকশন দৃশ্যগুলিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।