বিনোদন

হাতির মলের তৈরি চা খেলেন অক্ষয় কুমার, অবাক ভক্তরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমার পর্দায় কত কিছুই না করেছে। কিন্তু জানেন এবার বাস্তবেই তার থেকে কঠিন কাজ করে দেখালেন অক্ষয়। তিনি হাতির মলের চা খেয়েছেন। কি নিশ্চই অবাক হচ্ছেন? আর এটা তো অবাক করার মতোই কথা।

অক্ষয় কুমার সত্যি সত্যিই হাতির মলের তৈরি চা খেয়েছেন। দুঃসাহসিক অভিযাত্রিক বিয়ার গ্রিলসের অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন বলিউডের খিলাড়ি।এ কথা অক্ষয় নিজেই ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে জানিয়েছেন। যা দেখে রীতিমতো অবাক ভক্তরা।

সেই সঙ্গে আরো জানা গিয়েছেন, ‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শো ১১ সেপ্টেম্বর রাত ৮টায় ডিসকভারি প্লাসে দেখা যাবে এবং ১৪ সেপ্টেম্বর রাত ৮টায় শুধু ডিসকভারিতে দেখা যাবে।

Back to top button