স্বাধীনতার গান গেয়ে ব্রিটিশদের ঘুম ছুঁড়ে দিয়েছিলেন ঊষা মেহতা! মুক্তি পেল ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর ট্রেলার
কলেজের ছাত্রী ঊষা মেহতা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন রেডিও। ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর জয়গান ছড়িয়ে দিয়ে ব্রিটিশদের ঘুম ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
সেই ঊষা মেহতার সাহসী গল্প নিয়েই তৈরি হয়েছে ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ (Ae Watan Mere Watan) ছবিটি। সোমবার মুক্তি পেল এই ছবির ট্রেলার (Ae Watan Mere Watan Trailer OUT)।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান (Sara Ali Khan)। ট্রেলারে দেখা যাচ্ছে, পরাধীন ভারতের বম্বের এক কলেজ পড়ুয়া ঊষা মেহতা। দেশ স্বাধীনের আকাঙ্ক্ষায় তিনি নিজের সাহসিকতা, অদম্য জেদ আর নির্ভীক মনসিকতা নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন।
ভারত ছাড়ো আন্দোলনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ঊষা তৈরি করেন নিজের একটি রেডিও স্টেশন। ‘কংগ্রেস রেডিও’ নামের এই স্টেশন থেকে তিনি গান, কবিতা, বক্তৃতার মাধ্যমে ব্রিটিশ Raj-এর বিরুদ্ধে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেন।
কিন্তু ব্রিটিশরা ঠোঁট চেপে বসে থাকবে কেন? ঊষার সাহসী পদক্ষেপ তাদের জন্য হয়ে ওঠে গলার কাঁটা। ঊষাকে গ্রেপ্তার করতে ব্রিটিশ পুলিশ তাকে তাড়া করে বেড়ায়।
কিন্তু ঊষা হাল ছাড়েন না। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি বারবার রেডিও সম্প্রচার চালিয়ে যান।
ট্রেলারে দেখা যাচ্ছে ঊষার সাহসিকতা, ব্রিটিশদের নির্যাতন, দেশপ্রেমের আগুনে জ্বলন্ত ঊষার দৃঢ়তা। সারা আলি খান ঊষা মেহতার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।
ছবিতে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি (Emraan Hashmi), অপূর্ব মেহতা (Apoorva Mehta), সোমেন মিশ্র (Somen Mishra)। পরিচালনা করেছেন কানন আইয়ার (Kannan Iyer)।
‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ছবিটি ২১ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লম এবং কন্নড় ভাষাতেও দেখা যাবে এই ছবি।
ঊষা মেহতার গল্প স্বাধীনতা সংগ্রামের এক অজানা নায়িকার গল্প।
এই ছবিটি ঊষার সাহসিকতা, দেশপ্রেম এবং ত্যাগ সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।