বিনোদন

‘সোনার কেউ ক্ষতি করলে রুপা ছেড়ে দেবে না’, ছোট্ট সৃষ্টির দুর্ধর্ষ অভিনয় দেখে বাহবা জানাচ্ছে দর্শকরা

“স্টার জলসা অনুরাগের ছোয়া” ধারাবাহিকটি রুপার অভিনয় ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা। এই মেয়েটি প্রতিটি পর্বে যেভাবে অভিনয় করে তা সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে।

সে যেভাবে তার বোনের পাশে একজন দিদি হিসাবে ঢাল হয়ে দাঁড়ালো তা সত্যিই তা সত্যিই আশ্চর্যজনক ছিল। রূপার সংলাপ:“সোনার কেউ ক্ষতি করলে রুপা ছেড়ে দেবে না’। এই সংলাপে তার মুখের এক্সপ্রেশন দেখে দর্শকরা অনুভব করেন যে যেন কোনও বড় অভিনেত্রী অভিনয় করছেন।

খুব সম্ভবত, রূপার চরিত্রে অভিনয় করা সৃষ্টি মুজামদারের বয়স ছয় বা সাত বছর হবে। এত কম বয়সে এত পারফরম্যান্স দেখে সবাই অবাক। বলাই বাহুল্য, ইদানীং ছোট রূপার অভিনয় সূর্য-দীপাকেও ছাড়িয়ে যাচ্ছে। এখন থেকে ছোটপর্দার দর্শকদের আশা বড় হয়ে বিশাল বড় অভিনেত্রী হবে সৃষ্টি।

Back to top button