‘সুশান্তের মৃত্যু যেন সার্কাস’ : তাপসী পান্নু
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রির একস্ধিক তারকার নাম জড়াচ্ছে । সব থেকে বেশি যার নাম উঠেছে তিনি হলেন, সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।নেটিজেনরাও যেন রিয়াকে ভিলেনের চোখে দেখছে। আর এর মাঝেই বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর মন্তব্য ‘সুশান্তের মৃত্যু যেন সার্কাস’।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু । সেখানেই সুশান্তের মৃত্যু নিয়ে যা চলছে, তাতে দুঃখপ্রকাশ করেন তাপসী।
তাপসীর কথায়, ‘এটা আমি সবসময় মেনে এসেছি। আর আজ তার অন্যথা হয়নি।কারোর মৃত্যুকে আমি ব্যক্তিগত স্বার্থে ব্যাবহার করতে নারাজ। যাদের উপর আমার ক্ষোভ রয়েছে তাদের বিরুদ্ধে এটাকে অ্যাজেন্ডা করে চলার পক্ষপাতী আমি নই।সুশান্তকে আমি পর্দায় দেখেছি অভিনয় করতে। ওর অভিনয় খুব ভালো ছিল। কিন্তু এখন দেখছি সুশান্তের পরিবার, লাইফস্টাইল, সম্পর্ক- না জানি আর কত কিছু নিয়েই না চর্চা করা হবে।’