বিনোদন

সাদাকালো ছবিতে ‘মা শ্রীদেবী’কে স্মরণ জাহ্নবীর, নায়িকার আবেগঘন বার্তা মন ছুঁয়ে নিলো ভক্তদের

বলিউড সুপারস্টার শ্রীদেবী বেঁচে থাকলে ৬০ বছরে পা রাখতেন। ১৩ অগস্ট ‘চাঁদনি’ খ্যাত প্রয়াত এ অভিনেত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে গুগল। এছাড়া কিংবদন্তীর জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা।

এদিকে সাদাকালো ছবিতে ‘মা শ্রীদেবী’কে স্মরণ করেছে তার বড় মেয়ে জাহ্নবী কাপুর। এ দিন স্মৃতির পাতা থেকে মায়ের একটি সাদাকালো ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম পাতায়।

ছবিতে শ্রীদেবী সিনেমার শ্যুটিং সেটে তার মা জাহ্নবীর দিদার কোলে বসে রয়েছেন। সেখানে দীর্ঘ নোটে মায়ের প্রতি নিজের ভালোবাসা উজাড় করে তরুণ প্রজন্মের এই অভিনেত্রী লিখেন, ‘শুভ জন্মদিন মা। আমি জানি সিনেমার সেটে মায়ের সঙ্গে পছন্দের জায়গাগুলোরর মধ্যে এটি অন্যতম ছিল তোমার। আজ তোমার জন্মদিনে আমি যখন কোনও সেটে রয়েছি, নিজেকেও এমন ভাবেই যদি তোমার কোলে দেখতে পেতাম। তাহলে সবাইকে বোঝাতাম ৬০ নয় এটা ৩৫ বছরের জন্মদিন তোমার।’

শ্রীদেবী কন্যা লিখেন, ‘নিজের সমস্তটা উজাড় করতে পেরেছি কিনা, যদি তুমি বোঝাতে পারতে! তোমাকে গর্বিত করতে পারলে তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারতাম। জানি তুমি আমাদের চেষ্টা করতে দেখে খুশি হবে। প্রতিদিন তোমায় ভালোবাসি মা। তুমি এই গ্রহের সবচেয়ে বিশেষ নারী।’

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়ুতে জন্ম হয়েছিল শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পনের। পরবর্তীতে শ্রীদেবী নামে জনপ্রিয় হন। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এ অভিনেত্রী তেলুগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি বলতে পারতেন। মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় জগতে অভিষেক হয়েছিল তার। মাওয়ালি, তোহফা, নয়া কদম, মাস্টারজি, মকসদ, নজরানা থেকে শুরু করে মিস্টার ইন্ডিয়া, চাঁদনির মতো হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন শ্রীদেবী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে তার মৃত্যু হয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Back to top button