বিনোদন
সঙ্গীকে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দিয়ে যা বললেন নেহা কক্কর
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বারবার শিরোনাম হন। আর এবারও তার উল্টো হয়নি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নেহা। যেখানে নেহা তার সঙ্গীকে বিয়ের ইঙ্গিত দিয়ে কথা বলছেন।যেখানে নেহাকে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে।
নেহা কক্কর বলছেন, ‘আজ চাল বিয়া করবাইয়ে লকডাউন বিট কাট করবাইয়ে।’ যার বাংলা অর্থ হলো, চলো লকডাউনে বিয়ে করে ফেলি, লকডাউনে খরচ অনেক কমবে।কি বিষয়টি শুনে অবাক লাগছে? তাহলে খুলেই বলা যাক।
আসলে এটি মুক্তি পাওয়া ‘ডায়মন্ড রা চল্লা’ গানের চরণ। বুঝতেই পারছেন গানের প্রচারণায় অংশ নেওয়ায় এমন দুস্টুমি করছেন নেহা কক্কর। এই গানটি ২৬আগস্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। আর এর মধ্যেই ১ কোটি ৪২লাখের বেশি ভিউ পেয়েছে।