বিনোদন

শ্রাবন্তীর বেজি কাণ্ডে গ্রেফতার ১, আরও কড়া হচ্ছে বনদফতর

বেজির গলায় শিকল পরিয়ে দারুণ বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তাকে লাগাতার জেরার পর এক গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) ওই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে ওই গাড়ি চালকের বাড়ি থেকে ওই বেজিটিও উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখার তদন্তে জানা যায়, ওই গাড়ি চালকের নাম ভরত হাতি। শ্রাবন্তী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, ভরত ওই সংস্থায় কর্মরত। শ্রাবন্তীকে জেরার পরেই তার সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা। শ্রাবন্তী বন দফতরকে জানান, বেজিটি ওই গাড়ি চালকের কাছ থেকেই পেয়েছিলেন তিনি।

গত মঙ্গলবার ও বুধবার জেরার পর ভরতকে গ্রেফতার করে বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা। পাশাপাশি নেপালগঞ্জে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেজিটি। জানা যায়, বহু দিন ধরে বেজিটি পোষ্য হিসেবে নিজের বাড়িতে রেখেছিলেন ভরত।

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তাতে দেখা যায়, একটি বেজি বা নেউল ধরে আছেন শ্রাবন্তী। বেজির শাবকটির গলায় বেল্ট পরানো। বেল্টে যুক্ত রয়েছে বেশ ভারী একটি শিকল। বেজির শাবকের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন- আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা। হ্যাশট্যাগে লিখেছেন, লাভ অ্যানিমেলস। কিউটিপাই। এ ছবি নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন শ্রাবন্তী। অবশেষে বিষয়টি মামলায় গড়িয়েছে।

Back to top button