শোক সংবাদ! মহাভারতের সেই ‘ভীম’ আর নেই, শোকে গোটা অভিনয় জগৎ
বি আর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর ‘ভীম’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ভারতীয় অভিনেতা প্রবীণ কুমার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, প্রবীণ কুমারের মৃত্যুর প্রধান কারণ জানা না গেলেও প্রকাশ, তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন।
অভিনেতা হওয়ার আগে প্রবীণ কুমার অ্যাথলেট ছিলেন। অ্যাথলেট হিসেবে তিনি এশিয়ান গেমসে চার বার স্বর্ণপদক জিতেছেন, কমনওয়েলথ গেমসে দুবার স্বর্ণপদক, একবার রৌপ্যপদক জিতেছেন। প্রবীণ কুমার দুবার অলিম্পিকে প্রতিযোগিতায় অংশ নেন।
অভিনয়জীবনে প্রবীণ কুমার ৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। বি আর চোপড়ার ‘মহাভারত’-এ তাঁর ভীম চরিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন প্রবীণ কুমার। ২০১৩ সালে তিনি আম আদমি পার্টি থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু হেরে যান। ২০১৪ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।