বিনোদন

শোকসংবাদ: ক্যান্সারের কাছে হেরে গেলেন ২৮ বছর বয়সী ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’

ক্যান্সারের কাছে হেরে মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা। ২০২২ সালে রিঙ্কির শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর ফেরা হলো না তার।
জানা গেছে, ম্যালিগন্যান্ট ফাইলোডেস টিউমার বা ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে রিঙ্কি চাকমার। এরপর সার্জারি হয় তার। তবু এড়ানো যায়নি বিপদ। ক্যান্সার ছড়িয়ে পড়ে ফুসফুসে। পরবর্তীতে মস্তিষ্কেও থাবা বসায় এই রোগ। ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কি চাকমার। শেষদিকে তার স্বাস্থ্যের চরম অবনতি হয়।

ফেমিনার একটি রিপোর্ট অনুযায়ী, শেষদিকে কেমো পর্যন্ত নিতে পারতেন না রিঙ্কি চাকমা। লড়াই করেও বাঁচতে পারেননি সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’।

গত ২২ ফেব্রুয়ারি রিঙ্কি চাকমার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে তাকে সকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তার একটি ফুসফুস কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল।

জানা গেছে, ক্যান্সার চিকিৎসার এই বিপুল খরচ বইতে পারছিলেন না প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আর্থিক সাহায্য প্রার্থনা করেন। একই সঙ্গে জানান একটা সময় তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের রোগ নিয়ে কথা না বললেও এখন বাধ্য হচ্ছেন।

সেই পোস্টে তিনি লেখেন, আমি এবং আমার পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত দুই বছর ধরে আমার চিকিৎসার জন্য আমাদের সমস্ত সঞ্চয় খরচ হয়ে গেছে। তাই এখন কেউ ডোনেশন দিলে আমরা সেটা গ্রহণ করছি।

২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ বিজয়ী হন রিঙ্কি।

Back to top button