শুধু ভারতে নয়, সুরসম্রাজ্ঞীকে বিনম্র চিত্তে স্মরণ করছে পাকিস্তান-আমেরিকা-ইসরায়েল-ফ্রান্সের অগণিত মানুষ
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুরসম্রাজ্ঞী লতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সেইসঙ্গে শোকজ্ঞাপন করেছে ভারতেন অবস্থিত আমেরিকা, ইসরায়েল ও ফ্রান্সের দূতাবাসগুলোও।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ নিজের টুইটারে টুইট করে মেলোডি কুইন লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তার টুইট বার্তায় জানান,’লতার প্রয়াণের সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের। দশকের পর দশক ধরে বিশ্বকে তিনি তাঁর কণ্ঠমাধুর্যে মাতিয়ে রেখেছিলেন। তিনি চলে গেলেও বিশ্ব মনে রাখবে তার গলায় গাওয়া সেই গান। পাকিস্তানের তরফ থেকে এই শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’
দিল্লির মার্কিন দূতাবাস থেকেও ভারতরত্নের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দূতাবাস তাদের টুইটার হ্যান্ডেলে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘এই শোকের দিনে ভারতের সঙ্গে সামিল আমেরিকাও। দেশের তরফ থেকে ভারতের এই সংগীতশিল্পীর প্রতি রইল শ্রদ্ধা।’
পাকিস্তান, আমেরিকার পাশাপাশি ইসরায়েল, ব্রিটেনসহ একাধিক দেশ এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ভারতের ইসরায়েল দূতাবাসের তরফ থেকে এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলা হয়েছে, ’কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরে আমরা শোকে মূহ্যমান। সংগীত জগতে তার অবদানের কথা মনে রাখবে এই দেশ এই বিশ্ব। আজ এই দুঃখের দিনে ভারতের পাশে ইসরায়েল। তার আত্মার চিরশান্তি কামনা করি।
মুম্বাইয়ে ইসরায়েল দূতাবাসের কনসাল জেনারেল তার টুইটার হ্যান্ডেলে লতার একটি গান পোস্ট করেছেন।
ফরাসি দূতাবাসও এই শিল্পীর প্রয়াণের খবরে ব্যথিত।
ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন। নিজের টুইটারে তার টুইট, ‘অত্যন্ত দুঃখজনক। ওনার আত্মার শান্তিকামনা করি।’