শাহরুখের ‘জওয়ান’কে হারিয়ে ফিল্মফেয়ারে বাজিমাত করলো ‘স্যাম বাহাদুর’
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। গত ২৭ ও ২৮ জানুয়ারি গুজরাটের গান্ধীনগর শহরে অনুষ্ঠিত হয় ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে সেরাদের সম্মানিত করা হয়।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম পর্বে টেকনিক্যাল বিভাগের পুরস্কার বিতরণ করা হয়। এই বিভাগে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ছিল। এর মধ্যে তিনটি বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয় ‘স্যাম বাহাদুর’। ছবিটি সেরা মিউজিক ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন এবং সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার জিতেছে।
অন্যদিকে, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-এর বিখ্যাত ‘হোয়াট ঝুমকা’ গানের কোরিওগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন গণেশ আচার্য। ‘জওয়ান’ ছবির অ্যাকশন ও ভিজ্যুয়াল প্রশংসিত হয় এবং এই বিভাগে পুরস্কার লাভ করে ছবিটি। ‘অ্যানিম্যাল’ ছবির ব্যাকরাউন্ড স্কোরের জন্য পুরস্কার জিতেন হর্ষবর্ধন রামেশ্বর। ‘স্যাম বাহাদুর’ ও ‘অ্যানিম্যাল’ ছবি দুটি সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কার ভাগ করে নেয়। ‘টুয়েলভথ ফেল’ ছবির ভিএফএক্সের জন্য পুরস্কার পান জাসকুনওয়ার সিং কোহলি এবং বিধু বিনোদ চোপড়া। ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য সচিন লাভলেকার, দিব্যা গম্ভীর এবং নিধি গম্ভীর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতেন। অবিনাশ অরুণ ধাওয়ারে ‘থ্রি অফ আস’ ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পান।
২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে নন-টেকনিক্যাল বিভাগের পুরস্কার বিতরণ করা হবে। এই পর্বে অভিনয়, পরিচালনা, প্রযোজনা, গান, নৃত্য, সংলাপ, চিত্রনাট্য, পোশাক, সাজসজ্জা ইত্যাদি বিভাগে পুরস্কার দেওয়া হবে।