বিনোদন

রাজনীতিতে যোগ দিলেন থালাপতি বিজয়, জানালেন নিজের রাজনৈতিক দলের নাম

দক্ষিণী তারকাদের নিজেদের রাজনৈতিক দল গঠনের ঘটনা নতুন নয়। এর আগেও এনটি রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণরা রাজনীতির ময়দানে নেমেছিলেন নিজেদের দল খুলে। আর এবার সেই তালিকায় নাম লেখালেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন রাজনীতিতে নামবেন। এবার জানালেন দলের নাম।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এর মধ্যে প্রায় ২০০ কর্মীকে সঙ্গে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বৈঠক করেছেন বিজয়। তিনি নিজেই হচ্ছেন এই দলের সভাপতি। নতুন দলের নাম রেখেছেন তামিজহাগা ভেট্রি কাজগাম। যার আক্ষরিক অর্থ তামিলনাড়ু ভিক্টর পার্টি। আগামী ২০২৬ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এবং নির্বাচনে জিতে স্থানীয় মানুষদের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন থালাপতি।

এর আগেও সিনেমার প্রচারসহ বিভিন্ন সময়ে রাজনীতি নিয়েও কথা বলতে দেখা গেছে থালাপতি বিজয়কে। তবে সরাসরি রাজনীতিতে নাম লেখানোর ঘটনা এটাই প্রথম।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ২০২৬ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এবং নির্বাচনে জিতে স্থানীয় মানুষদের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন থালাপতি।

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তার রাজনীতিতে আসা নিয়ে জোরালো হয় আলোচনা। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

তবে এই অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার খবরে একদিকে খুশি তার অনুরাগীরা। অন্যদিকে, তাদের মনও খারাপ; কারণ, বড় পর্দায় আর দেখতে পাবেন না বিজয়কে। যদিও এ প্রসঙ্গে অভিনেতার তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শোনা যাচ্ছে যে, আপাতত তিন-চার বছরের বিরতি নিতে চলেছেন তিনি।

Back to top button