বিনোদন

রাজকুমারের প্যানকার্ড ব্যবহার করে ব্যাংক ঋণ নিলেন অন্যজন!

প্রতারণার শিকার হননি এমন মানুষের সংখ্যা খুবই কম। সাধারণ মানুষ থেকে তারকা। জীবনের নানা সময়ে প্রতারণার শিকার হয়েছেন প্রায় সবাই। নানা সময়ে প্রতারণার শিকার হয়েছেন তারকা, এমন খবর শিরোনামে আসে।

সেই তালিকায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২ মার্চ) নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে অভিনেতা জানান, তার প্যান কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। মাত্র আড়াই হাজার টাকা। কিন্তু কে সেই ব্যক্তি তা জানেন না তিনি।

কিন্তু এই ঘটনার কারণে তার ‘ক্রেডিট স্কোর’ এ সমস্যা হয়েছে।

এছাড়াও সেই টুইটে ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড’-এর আধিকারিকদের উল্লেখ করে তাদের সাহায্য চেয়েছেন রাজকুমার। সঙ্গে এই প্রতারণার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করারও আর্জি জানিয়েছেন এ অভিনেতা।

এর আগেও একবার অভিনেতার নাম করে ইমেইল আইডি তৈরি করা হয়। সিনেমার চুক্তি বাবদ প্রায় ৩ কোটি রুপি রুপি হাতিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

Back to top button