বিনোদন

রণবীর কপুরের ‘রামায়ণ’ নিয়ে কী বললেন অরুণ গোভিল?

বিন্দু দারা সিং ‘আদিপুরুষ’-কে ‘বড় ভুল’ বলে অভিহিত করেছিলেন। অরুণ গোভিলও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং রণবীর কপুরের রাম চরিত্র নিয়ে মতামত দিয়েছেন।

অরুণ গোভিল বলেছেন, “পর্দায় কতটা জমবে তা সময়ই বলে দেবে। কাউকে নিয়ে আগে থেকে কিছু বলা যাবে না। তবে রণবীরের কথায় এটুকু বলতে পারি ও একজন ভালো অভিনেতা। একজন পুরস্কার বিজয়ী অভিনেতা। আমি তাঁকে যতদূর জানি খুবই সংস্কৃতিমনা। ওঁর মধ্যে রয়েছে নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতি। আমি তাঁকে অনেকবার দেখেছি। আমি নিশ্চিত ও নিজের মতো করে সেরাটা দেবে এবং এই ভালোভাবে নিজের ভূমিকা পালনের চেষ্টা করবেন।”

রণবীর কপুর ‘রামায়ণ’-এর প্লট:

রাম – রণবীর কপুর
সীতা – সাই পল্লবী
রণ – যশ
হনুমান – সানি দেওল
কৈকেয়ী – লারা দত্ত
শূর্পনখা – রকুলপ্রীত সিং
বিভীষণ – হরমান বাওয়েজা
রণবীর কপুর রামের চরিত্রের জন্য নিরামিষ খাওয়া শুরু করেছেন এবং পৌরাণিক বিষয়ে প্রচুর চর্চা করছেন।

Back to top button