রণবীর-আলিয়া পেল ফিল্মফেয়ার, তবে বাজি যদিও মারল 12th Fail! দেখেনিন সেরা ছবি কোনটা?
ভারতের সিনেমার জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় ফিল্মফেয়ারকে। চলতি বছরে এটি পা রাখল ৬৯ বছরে। ২৮ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের অন্যতম বড় সম্মান। গুজরাটের এই অ্যাওয়ার্ড নাইট ২০২৩ সালে ভারতীয় সিনেমার সেরাদের সম্মান জানায়।
অনুষ্ঠানে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও জেতেন রণবীর-আলিয়া। ‘অ্যানিম্যাল’ ছবির জন্য সেরা অভিনেতা ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তারা। রণবীর পুরস্কার পেয়ে তার বাবা ঋষি কাপুরকে স্মরণ করেন। তিনি বলেন, “প্রতিদিন আমি তোমার কথা ভাবি। তোমাকে এবং তোমার জন্য যা কিছু অনুভব করি সেগুলি হল ভালোবাসা, স্নেহ। সেগুলিই আমিও তুলে ধরার চেষ্টা করি। আশা করি তুমি সেখানে শান্তিতে ও বিশ্রামে আছো।”
আলিয়াও তার পুরস্কার পেয়ে রণবীরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন রণবীর। তিনি আমার প্রেমিক, আমার বন্ধু, আমার সবকিছু। তিনিই আমাকে সবসময় অনুপ্রাণিত করেন।”
দুই ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়েও ফিল্মফেয়ারে খালি হাত শাহরুখ। সেরা অভিনেতার পুরস্কার পেতে পারলেন না তিনি। এই বছর সেরা অভিনেতার পুরস্কার জিতলেন রণবীর কাপুর।
অন্যান্য বিভাগে বিজয়ীদের মধ্যে রয়েছেন:
সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল
সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/শেফালি শাহ (থ্রি অফ আস)
সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিম্যাল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিম্যাল)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)
উঠতি মিউজিক প্রতিভা (আরডি বর্মন অ্য়াওয়ার্ড)- শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিম্যাল)