রকস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর!
বলিউডে ডেবিউ করতে যাচ্ছেন শ্রীদেবীর ছোটমেয়ে খুশি কাপুর। তার আগেই শোনা যাচ্ছে, প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, ইন্দো-কানাডিয়ান রকস্টারকে মন দিয়েছেন এই অভিনেত্রী।
কে সেই রকস্টার? কীভাবে তার সঙ্গে খুশির নাম জড়াল? ইন্দো-কানাডিয়ান গায়ক এপি সিং ধিল্লোঁ। সপ্তাহখানেক আগে প্রকাশ্যে এসেছে ‘ট্রু স্টোরিজ’ নামের তার একটি গান। যার একটি লাইনে খুশির নাম উচ্চরণ করা হয়েছে।
‘জাদোন হাসে তা লাগে তু খুশি কাপুর’, র্যাপের ছন্দে এই কথা বলেছেন এপি ধিল্লোঁ। বাংলায় যার অর্থ, ‘হাসলে তোমায় দেখায় খুশি কাপুর’-এর মতো। বলিউডে এত নায়িকা রয়েছে, তাহলে শ্রীদেবীকন্যার কথাই কেন গানে রাখলেন ত্রিশ বছরের রকস্টার? তাহলে কি দুজনের মধ্যে কোনো সম্পর্কের সূত্রপাত হয়েছে? এমন প্রশ্নই উঠছে। শোনা যাচ্ছে, প্রেম দুজনেরই মন রাঙিয়ে দিচ্ছে।
জোয়া আখতারের পরিচালনায় বলিউডে ডেবিউ হচ্ছে খুশি কাপুরের। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’। ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করছেন শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্য নন্দা। এছাড়াও রয়েছেন বেদাঙ্গ রায়না, মিহির আহুজা, অদিতি দত ও যুবরাজ মেন্ডা। নভেম্বরে স্ট্রিমিং জায়েন্টে মুক্তি পেতে পারে ‘দ্য আর্চিজ’।