বিনোদন

মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি তিনি স্বামী অজয় দেবগণকে দেখে রেখে সিঙ্গাপুরে মেয়ে নাইসার সঙ্গে চলে গেলেন। কিন্তু এই লকডাউনের মধ্যে হঠাৎ সিঙ্গাপুরে কেন পারি দিলেন কাজল? জানা গিয়েছে, সিঙ্গাপুরের ওয়ার্ল্ড কলেজ অব সাউথ এশিয়াতে নাইসা পড়াশোনা করেন।

তবে অন্যদিকে মেয়ে নাইসাকে একা ছাড়তে চাইছেন না অজয়-কাজল। আর সে কারণেই নাকি কাজল তার মেয়ের সঙ্গে সিঙ্গাপুরে পারি দিলেন।এমনকি কাজল সেখানে ২-৩মাস থাকবেন বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের তান্ডব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সিঙ্গাপুর থেকে মা-বাবার কাছে ফিরে আসেন নাইসা। এরপর লকডাউনের পুরো সময়টি দুই সন্তানকে নিয়ে একসঙ্গে মুম্বাইয়ের বাড়িতে কাটিয়েছেন এই বলিউড তারকা দম্পতি।

Back to top button