বিনোদন

মেয়ে সুহানার প্রথম ইন্টারভিউ, কী বলছেন শাহরুখ-গোরী?

বলিউড বাদশাহ শাহরুখ খানের গুছিয়ে কথা বলার সুখ্যাতি রয়েছে। এবার সেই সুখ্যাতিতে ভাগ বসালেন শাহরুখ কন্যা! খুব শিগগিরই জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান। তবে সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে। সেখানে নিজস্ব মতামত, চিন্তাভাবনা সবার সঙ্গে ভাগ করে নেন তিনি।

অনুষ্ঠানে মা গৌরী খানকে নিয়ে কথা বলতে শোনা যায় সুহানাকে।

গৌরী সুহানার সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমি শাহরুখের সঙ্গে প্রথম যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম সেটি ছিল একটি বই প্রকাশ অনুষ্ঠান, আর এখন এই একই ধরনের আরও একটি অনুষ্ঠানে সুহানাকে কথা বলতে দেখে আমার মনে হয়েছে যেন জীবন পূর্ণ হয়েছে!’

নিজের পোস্টটি শাহরুখ এবং মেয়ে সুহানাকে ট্যাগ করেন গৌরী খান। গৌরীর পোস্ট শেয়ার করে শাহরুখ পাল্টা লিখেছেন, ‘হ্যাঁ জীবনের বৃত্ত পূর্ণ হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা সেটি সম্পূর্ণ করতে সাহায্য করছে। তুমি ওদের তিনজকে খুব সুন্দর করে বড় করেছো,ওদের শিক্ষিত করেছ ও মর্যাদা শিখিয়েছ এবং ভালোবাসা ভাগ করে নিতে শিখিয়েছ। সুহানা ভীষণ স্পষ্টভাষী তবে ডিম্পলটা কিন্তু আমার!’ অর্থাৎ সুহানা সহ তিন সন্তানকে সুন্দর করে বড় করে তোলার কৃতিত্ব শাহরুখ স্ত্রী গৌরীকে দিলেও, আদরের মেয়ের মুখে যে টোল পড়ে, সেটা যে তার মতোই, সেকথাই মনে করে দিয়েছেন শাহরুখ। কারোর কথায়, ‘বাপ কি বেটি’।

এদিকে সুহানার এই ভিডিও দেখে অনুরাগীরা সবাই তার সঙ্গে বাবা শাহরুখের তুলনা টেনেছেন। সবারই মত, সুহানা শাহরুখের মতোই কথা বলায় বেশ পটু। কেউ লিখেছেন, ‘সুহানা এক্কেবারেই বাবার মতো’। কারোর মন্তব্য, ‘কী সুন্দর করে কথা বলে, ঠিক বাবার মতোই’। কেউ কেউ আবার গৌরীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। কেউ লিখেছেন, ‘জিনগতভাবেই ও বুদ্ধিমতী, মস্তিষ্কের সঙ্গে সৌন্দর্যও রয়েছে। অত্যন্ত সুন্দর আচরণ! আর্চিসের জন্য অপেক্ষা করছি।’ কারোর মন্তব্য ‘ও ওওর বাবার মতো, কেয়া মাস্ত বলি হ্যায়।’

সুহানা খানের প্রথম ছবি ‘দ্য আর্চিস’ এই বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে খুশি কাপুর, অগস্ত্য নন্দারও অভিষেক হবে। দ্য আর্চিসের রয়েছেন যুবরাজ মেন্ডা, মিহির আহুজা, ভেদাং রায়না সহ অন্যান্যরা।

Back to top button