বিনোদন

“মুখের উপর পা তুলে দেয়!” নতুন প্রজন্মের নায়ক-নায়িকাদের বিরুদ্ধে বিস্ফোরক শংকর চক্রবর্তী

বাংলা টেলিভিশন এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী সম্প্রতি নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, নতুন প্রজন্মের অভিনেতারা সিনিয়রদের সম্মান করেন না। তারা কাজে মন দেন না এবং পরিচালকদের কথা শোনেন না। এছাড়াও, তিনি টলিউডে কাজের ধরনের পরিবর্তন নিয়ে আতঙ্কিত বলেও জানান।

শঙ্কর চক্রবর্তী বলেন, “উঠে গেছে সব, এখন আর সিনিয়রদের সম্মান করার বিষয় নেই। বিশেষ করে নতুন অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের মধ্যে একদমই ব্যাপারটা নেই। হয়তো সামনে বসে রয়েছেন সিনিয়র অভিনেতা, তার সামনেই পা তুলে দিচ্ছে। সামান্য সৌজন্য বোধটুকুও জানা নেই।”

তিনি আরও বলেন, “আমরা প্রচুর সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, কালী ব্যানার্জি, রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, তরুণ কুমার, সাবিত্রী দি, মাধবী দি সবার সঙ্গেই কাজ করেছি আমরা। ওনারা যখনই আসতেন আমরা দাঁড়িয়ে পড়তাম। এখন সবকিছু রিল করে সেটে আসে।”

নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাজ সম্পর্কে তিনি বলেন, “এখনকার ছেলে মেয়েরা কাজে মন দেয় না। পরিচালকরা কিছু বললে শোনে না। স্ক্রিপ্ট পড়েও আসে না। অথচ যখন টিআরপি পেয়ে যায় তখন তারা ভেবে নেয় সিরিয়াল তাদের জন্যই জনপ্রিয় হয়েছে।”

পরিচালকদের কাজ নিয়ে তিনি বলেন, “যেদিন থেকেই ফিল্মে শুট হওয়া বন্ধ হয়ে চিপে শুট হওয়া শুরু হয়েছে তখন থেকেই পরিচালকদের কাজ পাল্টে গেছে। সবাই সব শর্ট ক্লোজ নেন, ওয়াস্ট নেন। আসলে এদের এডিটিং এর বিষয়গুলি মাথায় থাকে না। এভাবেই কাজ করতে হবে কিছু করার নেই।”

টলিউডে কাজের ধরনের পরিবর্তন নিয়ে আতঙ্কিত শঙ্কর চক্রবর্তী বলেন, “সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের ওপর নির্ভর করে এখন কে কাজ পাবে আর কে কাজ পাবে না তা নির্ধারণ হয়। এই বিষয়টি আমার সঠিক বলে মনে হয় না। কিন্তু কিছু করার নেই। চ্যানেলও তাই করছে। আমরা রয়েছি বাবা কাকা জ্যাঠার রোল করব বলে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে কাজ পাব কিনা সন্দেহ। তখন হয়তো এই চরিত্রেও নতুন মুখ খুঁজবে পরিচালকরা। তবে এখনও যে নিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ চ্যানেল, পরিচালক এবং লেখকদের কাছে।”

শঙ্কর চক্রবর্তীর অভিযোগের সত্যতা কতটা তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে তার অভিযোগের মধ্য দিয়ে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাজের মান এবং টলিউডে কাজের ধরনের পরিবর্তনের দিকে দৃষ্টি আকর্ষণ হয়েছে।

Back to top button