বিনোদন

‘মুকুট’ ধারাবাহিক ছাড়ার আসল কারণ জানালেন টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়

জি-বাংলার নতুন সিরিজের একটি হল মুকুট। এই সিরিজে অভিনেত্রী শ্রাবণী ভূইয়া প্রধান চরিত্রে এবং অভিনেত্রী শ্রীপর্ণা রায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজের হাত থেকে কড়িখেলা সিরিজের জুটি ফিরিয়ে আনা হয়েছিল।

মুখ্য চরিত্রের থেকে প্রশংসা পাচ্ছিল দোল চরিত্রটি। চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। কিন্তু বেশ কিছুদিন ধরেই সিরিজে দেখা যাচ্ছে না শ্রীপর্ণাকে। আর তখনই গুঞ্জন ওঠে এই অভিনেত্রীকে ‘মুকুট’ সিরিজ থেকে বহিষ্কার করা হয়েছে। আবার গুঞ্জন উঠেছে যে শ্রীপর্ণা বিয়ে করার জন্য এই সিরিজ ছেড়েছেন।

কিন্তু এবার এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গেল শ্রীপর্ণাকে। অভিনেত্রী জানান, “ব্লুজ প্রোডাকশন হাউসের সঙ্গে তার কোনও বিবাদ হয়নি। এত বড় প্রোডাকশন তার কাছে স্বর্গের মতো। এমনকি তিনি বিয়ের জন্য ধারাবাহিক ছাড়েননি”।

ধারাবাহিকে না থাকার আসল কারণ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “ব্লুজ আমায় এনওসি দিতে বলেছে। প্রোডাকশন হাউজের সাথে কোন রকমের সমস্যা হয়নি। তবে সময় নিয়ে সমস্যা হচ্ছিল। আর তাই সিরিয়াল থেকে সরে আসা। আমি ওয়েট করেছিলাম। কিন্তু আমায় কোনও কল টাইম দেওয়া হয়নি। আমিও ভাবতে পারিনি আমাকে এনওসি দিতে বলবে আর ওরাও ভাবতে পারেনি আমি এনওসি দেবো”।

অভিনেত্রী আরও বলেন, “আমি ভাবতে পারছি না আমি দোল চরিত্রে অভিনয় করা ছেড়ে দিয়েছি। মনে হচ্ছে আমি এই চরিত্রের মধ্যে রয়েছি”।

Back to top button