ভিডিও শেয়ার করে ট্রোলের মুখে ‘পটল কুমার’ খ্যাত অভিনেত্রী হিয়া দে
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘পটল কুমার গানওয়ালা’। সেখানে পটল চরিত্রে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পান ছোট্ট ‘পটল কুমার’ তথা অভিনেত্রী হিয়া দে। সময়টা ছিল ২০১৫ থেকে ২০১৭ সাল। এরপর সময় গড়িয়েছে সঙ্গে বয়সও বেড়েছে। হিয়া এখন বয়স ১৫-এর কিশোরী।
আজকাল প্রায় দিনই ইনস্টাগ্রাম রিলস ভিডিও পোস্ট করতে দেখা যায় ‘পটল’ ওরফে হিয়াকে। তবে আবার রিলস ভিডিওর কারণেই বহুবার চরম কটাক্ষের শিকার হতে হয় বছর ১৫-এর হিয়াকে। সম্প্রতি হট প্যান্ট, টিশার্ট আর রোদচশমা পরে খোলা চুলে একটি ভিডিও শেয়ার করেছেন হিয়া। আর তাতেই নেটপাড়ার ট্রোলের মুখে পড়েছেন তিনি।
‘পটল কুমার’কে হট প্যান্টে দেখে মেনে নিতে পারেননি অনেকেই। কেউ লিখেছেন, ‘আমার সেই আগের পটল কুমারটাকেই চাই।’ কেউ আবার, ‘পটল কুমার গাঁঞ্জাওয়ালা’ বলেও কটাক্ষ করেছেন। কারোর মন্তব্য, ‘আরে বিকিনিতে কবে দেখব!’ কারোর কথায়, ‘কি কষ্টরে মেয়েটার! মেয়েটার জিন্সটা পুরো ছিঁড়ে দিয়েছে কেউ।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘পাকা মেয়ে…।’ তবে কেউ কেউ আবার হিয়ার প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন।
এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন হিয়া, ব্যাপারটা এমন নয়। কিছু দিন আগে ভবিষ্যৎ বরের উদ্দেশ্যে কবিতা পাঠ করে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন তিনি। এর আগে ফটোশুট, ওয়াইন হাতে ছবি তোলার জন্যও ব্যাপক সমালোচিত হন হিয়া।