বিদেশে ছুটির মেজাজে শিল্পা, সেই ফাঁকেই বাড়িতে হয় চুরি
দিন কয়েক আগেই ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন শিল্পা। আর সেই ফাঁকেই তার জুহুর বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি করা হয়।
জানা গিয়েছে, ২৫ ফুট লম্বা দেওয়াল টপকে শিল্পার বাড়িতে প্রবেশ করেছিল দুই দুষ্কৃতী। শিল্পার বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা শেখর চৌধুরী প্রথম চুরির বিষয়টি লক্ষ্য করেন। বাড়ির মাস্টার বেডরুম থেকে বেশ কিছু জিনিস উধাও দেখেই প্রথম সন্দেহ হয় তার। এরপর অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম অর্জুন দেবেন্দ্র এবং চিত্ত ওরফে রমেশ দেবেন্দ্র। তারা দু’জনেই অতীতে একাধিক অপরাধের সঙ্গে জড়িয়েছে। অবশেষে মুম্বাই পুলিশের কাছে ধরা পড়ে দুই অপরাধী।
দীর্ঘ দিন শহরের বাইরে ছিলেন শিল্পা। ২৪ মে ইতালি উড়ে যান তিনি। ছুটি কাটানোর নানা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন শিল্পা। সেই ফাঁকেই তার বাড়িতে চুরির ঘটনা। আপাতত অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।