বাড়ির দূর্গা পুজোতে ঢাকের তালে তাল মিলিয়ে নাচলেন রঞ্জিত মল্লিক, বাবার নাচের ভিডিও পোস্ট করলেন কোয়েল
করোনা আবহে গোটা দেশের সাথে সাথে আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গও। আর এই আতঙ্কের কারণেই এবার ফিকে পরে গেছে বাঙালির দূর্গা পূজাও। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বনেদি বাড়ির পুজো সব খানেই দেখা গেছে আনন্দের ক্ষেত্রে ফিকে রং। সকলেই যেন এবার কিছুটা দায় সারা ভাবেই কাটালেন পুজো। এক দিকে সরকারি বিধি নিষেধ অপরদিকে নিজের সুরক্ষা বিধি সব কিছু খেয়াল রেখেই এবার কাটলো বাঙালির পুজো।
বিধিনিষেধ থাকার কারণে এবার কলকাতার মল্লিক বাড়ির পুজো আয়োজিত হয়েছে ঘরোয়া ভাবেই। পুজোর অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সিঁদুর খেলা সমস্ত কিছুই পালন হয়েছে ঘরোয়া ভাবেই। আর এরকম বিষন্ন পরিস্থিতে কোয়েল মল্লিক শেয়ার করলেন দশমীর বিসর্জনের একটি ভিডিও। ১৯৮৮ সালের সেই ভিডিওতে দেখা যাচ্ছে কোয়েলের বাবা বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক মা কে ভাসতে নিয়ে যাচ্ছে ঢাকের তালে নেচে নেচে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে দূর্গা মা কে কিভাবে বিদায় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনে। রাস্তায় দশমী বিসর্জনের ভিড়। আর চারপাশে ঢাকের আওয়াজ। আর সেই আওয়াজের মাঝেই দেখা গেলো রঞ্জিত মল্লিকের নাচ। যা প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।