বিনোদন

‘বাহুবলী’র প্রভাস হাজির ‘রাধে শাম’ নিয়ে, ৭৯ কোটি আয় করল প্রথম দিনেই

‘রাধে শাম’। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত আকাঙ্ক্ষিত ব্লকবাস্টারটি মুক্তি পেয়েছে গতকাল। আর মুক্তি পেয়েই ফাটিয়ে দিয়েছে বক্স অফিস। এক দিনে ছবিটি আয় করেছে ৭৯ কোটি।

ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা এমন তথ্যই দিলেন।
এক টুইটে এই বাণিজ্য বিশ্লেষক লেখেন, মহামারিপরবর্তী সবচেয়ে অধিক আয়কারী ছবি এটি। এর আগে তিনি আরো জানান, ‘রাধে শাম’ ছবির হিন্দি ভার্সনটি এরই মধ্যে প্রায় পাঁচ কোটি আয় করে নিয়েছে। আগের টুইটে তিনি এ তথ্য দেন। তিনি আরো জানান, ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও দারুণ শুরু করেছে। টুইটে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রে এক মিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে ছবিটি। প্রথম দিনের আয়ে মিলিয়ন ডলার ক্লাবে ঢোকা এটি প্রভাসের চতুর্থ ছবি। এর আগের ছবিগুলো ছিল যথাক্রমে ‘বাহুবলি’, ‘বাহুবলি-২’ ও ‘সাহো’।

বক্স অফিস ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে, প্রভাসের নতুন ছবিটি দুর্দান্ত সাড়া ফেলেছে টিকিট কাউন্টারগুলোতে। তেলেগু ভাষাভাষী নয় এমন প্রদেশগুলোতেও এর টিকিট বিক্রি রমরমা। আর তেলেগু ভার্সন ৩০ কোটি আয় করেছ বলে জানায় বিওআই।

এর আগে চলচ্চিত্র প্রযোজক এবং বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর অবশ্য দাবি করেছিলেন, ‘রাধে শাম’-এর হিন্দি ভার্সনটি আয় কিছুটা কম করতে পারে। তিনি বলেন, এ কথা নিশ্চিত বলা যায় যে দক্ষিণের প্রদেশগুলোতে ছবিটি খুব ভালো করবে। তবে হিন্দিতে এর আয় হয়তো প্রথম দিনে তিন-চার কোটি হতে পারে।

তবে যতটা আশা করা হয়েছিল অতটা ভালো কিন্তু করতে পারেনি রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবিটি। ছবিতে একজন গণক বা হস্তরেখা বিচারকের ভূমিকা নিয়েছেন প্রভাস। ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রা গুপ্তা ছবিটিকে এক তারকা রেটিং দিয়ে লেখেন, ‘প্রভাস অভিনীত ছবি মানেই আশা করব এটিকে আমরা গিলে ফেলব। এর সব কিছু হবে অন্য রকম। অথচ নতুন ছবিটি মুখে নিতেই আমাদের চোয়াল ভেঙে গেল এবং আমরা এখন মেঝে থেকে আমাদের চোয়াল সংগ্রহ করতে ব্যস্ত। ‘

Back to top button