বিনোদন
বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা আবারো আসছে! কবে কোথায় অডিশন হবে? একঝলকে জেনেনিন
সোমবার, ১৮ মার্চ জি বাংলা তাদের ইনস্টাগ্রাম চ্যানেলে সারেগামাপার প্রোমো ভিডিয়ো প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের ঝলক এবং বিভিন্ন ধরনের গানের সুর। “দেখো রে” গানটিকে ক্লাসিক্যাল ও ফোক সঙ্গীতের মিশ্রণে পরিবেশন করা হয়েছে।
অডিশনের তথ্য
ভিডিওতে জানানো হয়েছে যে, জি বাংলা সারেগামাপা গ্র্যান্ড অডিশন শুরু হচ্ছে। অডিশনের তথ্য:
কোথায়: দার্জিলিং জিমখানা ক্লাব, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ, রাসমেলা প্রাঙ্গণের পাশে (কোচবিহার)
কখন:
দার্জিলিং: ২৯ মার্চ, শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত
কোচবিহার: ৩১ মার্চ, শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত
যোগ্যতা: ৪ বছর বা তার বেশি বয়সী যে কেউ
View this post on Instagram
অন্যান্য তথ্য
আবির চট্টোপাধ্যায় আবারও এই শোয়ের সঞ্চালক হিসেবে থাকবেন।
অন্যান্য জেলার অডিশনের সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।