বিনোদন

বলিউড পরিচালক করণ জোহরকে বিশেষ সম্মাননা জানাবে ব্রিটিশ পার্লামেন্ট

সারাবিশ্বে বিনোদন জগতে দারুণ অবদান রাখায় বলিউড পরিচালক করণ জোহরকে বিশেষ সম্মাননা জানাবে ব্রিটিশ পার্লামেন্ট। মঙ্গলবার (২০ জুন) ব্রিটিশ পার্লামেন্টে লর্ডস ও সংসদ সদস্যদের উপস্থিতিতে তাকে এ বিশেষ সম্মাননা দেওয়া হবেন।

এই বিশেষ অনুষ্ঠান হবে ওয়েস্ট মিনস্টারের প্রাসাদে। যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডসের মিলনস্থল। যুক্তরাজ্যের সঙ্গে করণের সম্পর্ক বরাবরই মধুর। তার একাধিক প্রযোজনা যেমন ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সে দেশে শ্যুটিং হয়েছে। ২০১২-য় তিনি ব্রিটেনের শুভেচ্ছা দূত নিযুক্ত হন। সেই দেশ ঘুরে দেখার প্রচারাভিযানের মুখ ছিলেন তিনি।

এ বছর করণের বিনোদন দুনিয়ায় ২৫ বছর। তার প্রযোজনায় একের পর এক সুপারহিট ছবি দর্শক উপহার পেয়েছেন। তালিকায় ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা’, ‘সূর্যবংশী’, ‘বাহুবলী’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কভি আলবিদা না কেহনা’।

২৫ বছর উদযাপন করতে তার আগামী প্রযোজনা ‘রকি ঔর রানি কি প্রেম কাহানী’। এটিও যুক্তরাজ্যসহ সারা বিশ্বে মুক্তি পাবে ২৮ জুলাই।

Back to top button