বিনোদন
বলিউড এবার নিয়ে আসছে পুরুষ ‘গর্ভধারণ’! জেনেনিন কবে
এই প্রথম পুরুষ ‘গর্ভধারণ’ নিয়ে আসছেন বলিউড ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে, শাদ আলি পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হবে অক্টবর মাস থেকে। এই সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ তারকাদের।
সিনেমার পরিচালক বলেন, মেল প্রেগন্যান্সির বা পুরুষ গর্ভধারণ-এর মতো বিষয় বস্তু নিয়ে বলিউডে এর আগে কখনো সিনেমা তৈরি হয়নি। ছবিটি মূলত রোম্যান্টিক কমেডি হলেও, তার আড়ালে পুরুষ গর্ভধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
এই সিনেমায় মূল চরিত্রে অর্থাৎ পুরুষ গর্ভধারণের মতো বিষয়বস্তু নিয়ে মূলত অভিনয় করবেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এমনকি জানা যাচ্ছে, দিলজিতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে।