বিনোদন

বলছেন ‘নিরামিষ খাচ্ছি’, এদিকে পাতে মাংস, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার মালাইকা

২০২০ সালে PETA-র সাথে যুক্ত হয়ে মালাইকা নিরামিষ খাদ্যের প্রতি গুরুত্বারোপ করেছিলেন। বারবার জোর দিয়েছিলেন নিরামিষ খাবারের উপকারিতা এবং পশুহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

সম্প্রতি, ফারহা খানের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিয়োতে মালাইকাকে মাছ-মাংস খেতে দেখা গেছে।

এই ভিডিয়োগুলো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন মালাইকার নিরামিষবাদী পরিচয় নিয়ে।
অন্যদিকে, মালাইকার সমর্থকরা মনে করেন, সেলেবরা তাদের খাদ্যতালিকা নির্ধারণ করতে পারেন এবং শরীরের সমস্যার কারণে ডায়েট পরিবর্তন করা অস্বাভাবিক নয়।একশ্রেণি মালাইকাকে এই কটাক্ষ করার ট্রেন্ড দেখে প্রিয় সেলেবের পাশে দাঁড়াল।

এক ভক্ত লিখলেন, ‘হয়তো তিনি দেখেছেন, কী খাওয়া যায়, কী খাওয়া যায় না সেটা সেলবরা সিদ্ধান্ত নিতেই পারে। হয়তো নিরামিষ খেয়ে ওনার শরীরে কোনও সমস্যা দেখা দিয়েছে, সেই কারণেই হয়তো ডায়েট পাল্টাতে হয়েছে তাঁর। ফলে শরীরে সমস্যা হলে যে খাওয়া পাল্টানো যায়, সেটা নিয়ে কথা বলা বোধহয় উচিত নয়।’

মালাইকা স্পষ্টভাবে নিরামিষবাদ ত্যাগ করেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

Back to top button