প্রেমের গুঞ্জনের মাঝেই একসঙ্গে পার্টিতে পলক-ইব্রাহিম, ভাইরাল ছবি
বলিউডে ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক আগে থেকেই। কিন্তু এই বিষয়ে মুখ খুলেননি তাদের কেউ। সম্প্রতি ফের একসঙ্গে ফ্রেমবন্দী হলো দুই স্টার কিড। সেখান থেকেই শুরু নতুন গুঞ্জন।
ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারির ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছিলেন তারা। তাদের নিয়ে ভক্তদের জানার আগ্রহ অনেক। একসঙ্গে এই দুই স্টার কিডকে পার্টি করতে দেখে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়। আসলে তারা কি একে অপরকে ডেট করছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়।
পর্দার নেপথ্যে কেরিয়ার শুরু করছেন সইফ আলি খানপুত্র ইব্রাহিম। রকি অউর রানি কি প্রেমকাহানি ছবিতে তিনি অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসেবে কাজ করেছেন।
কিসি কা ভাই কিসি কি জান ছবির হাত ধরে সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। ইব্রাহিমের সঙ্গে তার প্রেমের সম্পর্কই এখন টক অফ দ্য টাউন।
সম্প্রতি করণ মেহেতার জন্মদিনে একসঙ্গে কালো পোশাকে টুইনিং করেছিলেন পলক ও ইব্রাহিম। পলক ও ইব্রাহিম ছাড়াও এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী আলিয়া এফ। এছাড়াও এই পার্টিতে হবু বরের সঙ্গে উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ।