প্রিয়জনকে হারালেন ঋতুপর্ণা সেন, কাছের মানুষকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী
প্রিয়জনকে হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই কথাই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন। ছেলেবেলার বান্ধবী ইন্দুমতিকে হারালেন ঋতুপর্ণা।
ক্যানসারে আক্রান্ত ছিলেন তার বান্ধবী। স্মৃতির পাতা থেকে বান্ধবীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে একদল কিশোর-কিশোরী। কেউ শাড়ি পরে রয়েছেন, কেউ বা চুড়িদার। অভিনেত্রীকে অল্প বয়সী ছবিতে দেখলে একটু অবাকই হবেন।
পুরনো এই ছবি শেয়ার করার পাশাপাশি বান্ধবী ইন্দুমতির বর্তমানের একটি ছবিও পোস্ট করেছেন ঋতুপর্ণা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘ক্যানসারের কারণে আমার ছেলেবেলার প্রিয় বান্ধবীকে হারালাম। মন ভালো নেই। ওর আত্মার শান্তি কামনা করি। আমাদের ছেলেবেলাটা সেরা ছিল। সরল ও সাধারণ ছিল আমাদের ছেলেবেলা। ইন্দুমতি তোমাকে সারাজীবন মনে রাখব। মনে রাখব তোমার সবুজ স্মৃতিকে। ওম শান্তি।’
উল্লেখ্য, দিন কয়েক আগে এক বিমান সংস্থার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বোর্ডিং টাইমের থেকে সামান্য দেরিতে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এরপর কাকুতি-মিনতি, কান্নাকাটি করলেও বিমানে উঠতে দেওয়া হয়নি ঋতুপর্ণাকে। ফেসবুুক পোস্টে পুরো বিষয়টাই জানিয়েছিলেন নায়িকা। সেই সমস্যা মিটতে না-মিটতেই আরও একটি শোকের মুখোমুখি হন অভিনেত্রী।