বিনোদন
প্রকাশ্যে ‘গাঁটছড়া’র নতুন প্রোমো, খড়িকে ভুলে এবার বিন্দিকে বিয়ে করবে ঋদ্ধি! দেখেই রেগে লাল দর্শক
জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’’। সিরিজের প্রধান আকর্ষণ ছিল খড়ি আর ঋদ্ধির রসায়ন। যাইহোক, খড়ির মৃত্যুর পর গাঁটছড়ার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তবে ধারাবাহিকটির পরিচালনায় এখনো সন্তুষ্ট নন দর্শকরা।
ঋদ্ধির জীবনে খড়িকে ছাড়া আর কাউকে মানতে রাজি নন ভক্তরা। তবে দর্শকরা অধীর আগ্রহে সিরিজটির নতুন প্রোমোর জন্য অপেক্ষা করছেন। কারণ সিরিজের ট্র্যাক বলছে বিন্দি হবেন ঋদ্ধিমানের নতুন নায়ক।
এই সিরিজের জন্য একটি নতুন প্রোমো প্রকাশ পেয়েছে। দৃশ্যে রেড্ডি অষ্টমঙ্গলায় বিন্দির বাড়িতে যেতে বাধ্য হন। আর সেখানেই বিপদে পড়েছে। গ্রামবাসী বিন্দীকে সিঁদুর। তবে একই খড়িকে ভুলে ঋদ্ধি বিন্দির প্রেমে পড়বে?