বিনোদন

প্যান্ট না পড়েই ছুবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাইমা, উঠলো সমালোচনার ঝড়

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রাইমা সেন তার ছবি শেয়ার করে তুলছেন ঝড়। সে তার খোলা বক্ষ হোক অথবা ব্যাকলেস পোশাক।তাকে দেখে বোঝার উপায় নেই যে তার যৌবন এখন ৪০ এ পা দিয়েছে। আর কালো পোশাকি যেন হয়ে উঠেছে তার ফ্যাশন স্টেটমেন্ট। টলিউডের প্রথম সারিতে ইতিমধ্যে প্রত্যাশিত করে নিয়েছেন তার নাম।

প্রতিদিনই রাইমা তার সোশ্যাল একাউন্টে শেয়ার করেন বিভিন্ন ধরণের ছবি। আর ছবি শেয়ার করেই তিনি নেট দুনিয়ায় ছড়াচ্ছেন উষ্ণতা। তার শরীরী আবেদন ঘুম কেড়ে নেয় তার লক্ষ লক্ষ ফ্যানেদের।সম্প্রতি তিনি তার নিজের সোশ্যাল একাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে তিনি ডেনিম শার্ট পড়ে দিয়েছেন একটি হট পোজ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মাত্রই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে সেই ছবি দেখে যেমন পেয়েছেন প্রশংসা তেমনি তার ছবি দেখে সমালোচনা করেছেন অনেকে।

সমালোচনার শিকার হওয়ার কারণ হলো তিনি ওই ছবিতে ডেনিম শার্ট, ছিমছাম লুক, নিয়ে সোফায় বসে পোজ দিলেও দেখা যাচ্ছেনা তার প্যান্ট। তাই অনেকে সমালোচনা করে বলেছেন তিনি হয়তো প্যান্ট পড়তেই ভুলে গেছেন।সোশ্যাল মিডিয়াতে তিনি যেন আগুন লাগিয়ে দিয়েছেন আর হাই থাই উন্মুক্ত করে ছবিতে হট পোজ দিতে গিয়েই সমালোচনার শিকার হয়েছেন রাইমা সেন। তার সোশ্যাল মিডিয়া একাউন্টে ওই ছবির নিচে উঠেছে কমেন্টসের ঝড়।

 

Back to top button