পূজার পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে ‘পটল কুমার’ খ্যাত হিয়া
শিশুশিল্পী হিসেবে টেলিভিশন পর্দার ‘পটল কুমার’ ওরফে হিয়া দে অত্যন্ত জনপ্রিয়। স্টার জলসার ধারাবাহিকে কাজ করে সুখ্যাতি কুড়িয়েছিলেন বেশ। তবে ইদানীং তার কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিচ্ছে খুব বেশি পরিমাণে। এবার পূজার পোশাক নিয়ে সমালোচিত হলেন এ অভিনেত্রী।
এখন আর বিনোদন দুনিয়ায় বিচরণ না করলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব হিয়া দে। সম্প্রতি ছোট্ট একটি সাদা রঙের জামা পরে মা কালীর একটি মূর্তির পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। সেটি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর তাতেই ব্যাপক চটেছে নেটপাড়া।
এক ব্যক্তি তাকে পরামর্শ দিয়ে লেখেন, ‘ছবিটা বসে তুলতে হতো, ভদ্র ড্রেস পরতে হতো। এটা পূজা, কোনো পার্টি নয়।’ আরেকজন লেখেন, ‘পূজার জায়গায় কী পরা উচিত আর কী নয় সেটা জানা উচিত।’ আরেকজন বিদ্রুপ করে লেখেন, ‘যেভাবে ছবিটা তুলেছেন তাতে মনে হচ্ছে মা কালী ওনার বান্ধবী। বেশি পাকনা।’
কিছুদিন আগে ভবিষ্যৎ বরের উদ্দেশে কবিতা পাঠ করে সমালোচনার মুখে পড়েন হিয়া দে। ইংরেজিতে তার লেখা কবিতা আবৃত্তি করে ইনস্টাগ্রামে আলো-আঁধারি ভিডিও পোস্ট করেছিলেন। ক্যাপশনে লেখা, ‘ভবিষ্যতে যিনি আমার সঙ্গী হবেন, তার উদ্দেশে একটা কবিতা লিখেছি আমি। ভেবেছিলাম কোনো দিন এটা প্রকাশ্যে আনব না। তবে পরে মত বদলাই।’
যে ভিডিও দেখে নেটিজেনদের একাংশ তাকে কটূ কথা শোনাতে ছাড়েননি। কারো মন্তব্য, ‘স্কুল শেষ না হতেই বিয়ের পরিকল্পনা?’ আবার কারো কথায়, ‘এই বয়সে এরকম ভিডিও দিতে লজ্জা করে না?’
এর আগেও বার কয়েকবার নেটিজেনদের তোপের মুখে পড়েন ‘পটল কুমার’। এই বয়সেই কখনো তাকে দেখা যায় মদের গ্লাস হাতে তো কখনো ছোট পোশাক পরে চটুল অঙ্গভঙ্গি করে রিল বানান। ফলে সবটা মিলিয়েই যে তাকে বিস্তর কটাক্ষ সইতে হয়, সেটা বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram