বিনোদন

পাত্র খুঁজছেন শ্রীলেখা মিত্র, তবে কি বিয়ে করতে চান অভিনেত্রী?

শুরু দিকে এতটা জনপ্রিয়তা ছিলোনা শ্রীলেখা মিত্রের। তবে পরে বেশ জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। জানা যায়, মীরাক্কেলের বিচারকের আসনে বসেছিলেন শ্রীলেখা মিত্র। তবে তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়।আর এবার নাকি তাকে ছাড়াই মীরাক্কেলের পরবর্তী সিজন শুরু হয়ে গিয়েছেন। আর এমনি মন্তব্য করতে শোনা যায় ক্ষুদ্ধ শ্রীলেখাকে।

সম্প্রতি নিজের ফেসবুকে স্টাটাস দিয়ে পাত্র খোঁজা শুরু করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।সেই সঙ্গে বলেছেন, ‘‘ভাবছি নিজের জন্য পাত্র দেখা শুরু করে দেব। আর তো ইন্ডাস্ট্রি আমাকে কাজ দেবে না। তাই একই সঙ্গে সকলের কাছে তিনি জানতে চেয়েছেন, ‘সুপাত্র আছে নাকি?’

তবে এটা যে শ্রীলেখা মজা করে বলেছেন তা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।ওই পোস্টের শেষ লাইনে এই অভিনেত্রী লিখছেন, ‘এমন অবস্থাতেও আমার হাস্যরসের কোনও খামতি হয়নি।’

Back to top button