বিনোদন

না ফেরার দেশে মা, সব চেয়ে কাছের মানুষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সুদীপা চট্টোপাধ্যায়

“মা” শব্দটিতে অনেকখানি জোর রয়েছে। অন্যদিকে, “মাতৃহারা” শব্দটি এক অদ্ভুত যন্ত্রণা দেয় মনে। প্রয়াত অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের মা দীপালি দেবীর প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

২০২৩ সালের মধ্যবর্তী সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুদীপার মা দীপালি দেবী। সেই সময় সুদীপা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন, “ভয়ংকরভাবে হৃদরোগে আক্রান্ত মা। দয়া করে সকলে একটু প্রার্থনা করুন।”
সুদীপার মায়ের অসুস্থতার সময় তার ছোট্ট ছেলে আদিদেবও ছিল পাশে। একদিন খেলাধুলার ফাঁকে সুদীপা যখন তার মায়ের খোঁজ করতে যান, তখন দেখেন তিনি মাটিতে লুটিয়ে পড়ে আছেন। মুখ বেঁকে গেছে। ছোট্ট আদিও ভয় পেয়ে যায়। দিদুনকে ওই অবস্থায় দেখে সে মাকে বলে, “দিদুন আর আমার সঙ্গে কথা বলছে না কেন মা? আমার উপর কি রাগ করেছে?”

দীপালি দেবীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। বেশ কয়েকদিন লড়াই করার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি আর সুস্থ হতে পারেননি। ২০২৪ সালের ১৭ জানুয়ারি দীপালি দেবী পরলোক গমন করেন।

দীপালি দেবী ছিলেন সুদীপার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি মাকে হারিয়ে ভেঙে পড়েছেন। তার ভক্তরাও তার এই কষ্টে সমবেদনা জানাচ্ছেন।

Back to top button