বিনোদন

দেবের সিনেমার ফ্যান মমতা! টনিকের পর এবার কোন সিনেমা দেখার জন্য আবদার করলেন মুখ্যমন্ত্রী?

দেব শুধু টলিউডের একজন ব্যস্ত এবং দক্ষ অভিনেতাই নন, তিনি একজন দক্ষ এমপিও। সিনেমার পাশাপাশি তিনি ঘাটালের বিভিন্ন কাজ নিজের হাতে সামলান। তবে, লোকসভা ভোটের আগে শোনা যাচ্ছিল যে তিনি হয়তো রাজনীতি ছেড়ে দেবেন।

সম্প্রতি, দেব স্পষ্ট করে বলেছেন, “আমি রাজনীতি ছেড়ে যাবেন না।” তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ঘাটাল নিয়ে এমন কিছু কথা বলেছেন যে তিনি না করতে পারেননি।

দেব জানান, তিনি যদি কখনও দলের পক্ষ থেকে কোনও ভুল দেখেন, তাহলে তিনি মুহূর্তে দল ছেড়ে দিতে পারেন। তিনি বলেন, “আমার কাছে রাজনীতি এবং কর্তব্য আলাদা। ১০ বছরের রাজনীতির মধ্যে দল কোনওদিন আমার কাছে আসেনি।”

দেব এদিন আরও জানান মুখ্যমন্ত্রী দেবের ছবির প্রশংসা করেছেন। জানিয়েছেন, ‘দিদি জানিয়েছেন আমার ছবিগুলো ভালো লেগেছে। উনি শেষ টনিক ছবিটি দেখেছেন আমার। জানতে চেয়েছেন প্রধান কোন টিভিতে আসবে। উনি ওই সিনেমাও দেখতে চান। আমি বলেছি যখন আসবে আমি জানাব।’
দেব অভিনীত “প্রধান” ছবিটি ২২ ডিসেম্বর ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। সম্প্রতি ছবিটির ৫০ দিন পূর্ণ হওয়ায় একটি সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল।

দেবকে শেষবার “প্রধান” ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাকে সৃজিত মুখোপাধ্যায়ের “টেক্কা”, অভিজিৎ সেনের “নামহীন” এবং “খাদান” ছবিতে দেখা যাবে।

Back to top button