বিনোদন

দেবের পর এবার রাজনীতি ছাড়ছেন অভিনেত্রী-সংসদ নুসরত জাহান!

দেব-জল্পনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগত। কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব৷ এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷

বৃহস্পতিবার সংসদ তার বসার আসনের একটি ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, আর মাত্র কয়েক ঘণ্টা! এদিন সংসদে দেব বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে (সংসদ)। আজ পার্লামেন্টে আমার শেষদিন। প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে চাই সাংসদ হিসেবে আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। ঘাটালের প্রতিটা মানুষ যেন ভালো থাকে। যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যারা আমাকে ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ।

এদিকে শোনা যাচ্ছে দেবের পর রাজনীতি ছাড়তে চলেছেন তৃণমূলের অন্যতম তারকা ও সাংসদ নুসরাত জাহান। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। ৫ বছর ঘুরে এবছর আবারো হবে লোকসভা নির্বাচন। তার আগে সংসদের শেষ দিনে একটি বিশেষ পোস্ট করলেন নুসরাত জাহান। জানালেন তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং দিদি অর্থাৎ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

অভিনয়ের পাশপাশি এতদিন দক্ষ হাতে রাজনীতিও সামলেছেন নুসরাত। এবারের লোকসভা নির্বাচনের আগেই সংসদের শেষ দিনে তাকে একটি বিশেষ পোস্ট করতে দেখা যায়। অভিনেত্রী সাংসদের পোস্ট করা এই ভিডিওতে তাকে বাংলার মানুষের হয়ে কথা বলতে শোনা যায়। যেখানে তিনি এদিন ১০০ দিনের মনরেগা স্কিমের আওতায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়েও কথা বলেন। সেই মুহূর্তের ক্লিপ পোস্ট করে এদিন একটি আবেগঘন বার্তাও লেখেন নুসরাত।

তিনি এদিন ক্যাপশনে লেখেন, ‘সংসদে আমার শেষ দিন। ঈশ্বর এবং আমাদের সম্মানীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য, তাদের হয়ে কথা বলতে সুযোগ পাওয়ার জন্য। বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য। সবাইকে ধন্যবাদ ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য।

অনেকেই নুসরাতের এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞেস করেন, তিনি কি তবে আর ভোটে দাঁড়াচ্ছেন না? নাকি টিকিট পাচ্ছেন না? যদিও এই উত্তরগুলো এখনই পাওয়া যায়নি। তবে আগামীতে সেই বিষয়টা স্পষ্ট হবে যে তিনি রাজনীতি থেকে সরে এলেন কিনা।

বর্তমানে নুসরাত তার অভিনয় ও প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। এখন তাতে মন দেওয়ার জন্য রাজনীতি থেকে সরছেন কিনা সেটা সময়ই বলবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Back to top button